"" মাহে রমজান ""
বেগম সেলিনা খাতুন

দুর আকাশের পূর্ব কোণে
উঠেছে রমজানের চাঁদ
ঘরে ঘরে খুশির জোয়ার
মনে বড়ো আহলাদ।

মুসলিম গণ রাখিও রোজা
দেখাইও ত্যাগের মহিমা
রমজানের ঐ পূর্ণ মাসে
করিওনা রোজা কাজা।

মুখের ঐ অশ্লীলতা, মন্দ কথা
আসেনা যেন মুখে
মাহে রমজান সৃষ্টিকর্তা
নিয়ামতে রাখিবে সুখে।

খুশির পয়গামে ভরে দিবে
রোজাদারদের ঘর
যত পাপ করেছি দুনিয়ায়, মওলা
মাফ করিও সবার।

মাহে রমজানের এ মাসেতে
শয়তান থাকে জেলহাজতে
কবর বাসির আজাব বন্ধ
মওলা পাকের ইশারাতে।