""" মা"""
বেগম সেলিনা খাতুন
মোদের বাড়ীর পুকুর পাড়ে
শিয়াল থাকে ঝোপ ঝাড়ে
সন্ধ্যা নামলে আড়েঠারে
কিসের নেশায় ঘোরে?
আছে মা! মুরগীর খোয়ার
লোভ পরেছে তাহার উপর
শুকনো পাতা বিছানো আছে
পেয়েছে বুঝি খবর!
বাঘ ভাল্লুক আসে যদি
থাকবো আমি নিরবধি,
দিন রাত্রি তোমার পাশে
আগলে থাকবো পাহাড়াতে।
বাড়ীর পাশের ঝোঁপ ঝারে
রাক্ষসের দল লুকিয়ে থাকে
ভয় পেয়োনা, থাকবো মা
বন্দুক নিয়ে হাতে।
ডালা ভরা পাকা কলা
রাখো যখন মা উঠানে
মনের খুশিতে বনের বানর
দলে দলে আসে।
আমায় দেখে খুশি ওরা
ভয় পায়না একটু তারা
আদর সোহাগ করি বলে
লুটিয়ে পরে পায়ে।
পাক পাখালী গাছে গাছে
মেঘ করেছে নীল আকাশে
ভেসে বেড়ায় হাসের ছানা
মোদের বাড়ীর পুকুরে।
তুমি আমি দু'জন মিলে
বাস করি বটের ছায়ে
শীতল পাটির বিছানাতে
নীদ যাই দু'জনেই