🌿🌹🌹 লক ডাউন 🌹🌹🌿 ২৬/০৩/২০২০
🌿🌿 বেগম সেলিনা খাতুন 🌿🌿
পৃথিবী আজ মহা দুর্যোগে ,হয়েছে অশান্ত,
নাই কোন ভেদাভেদ, হিন্দু মুসলিম বৌদ্ধ।
আক্রান্ত হচ্ছে কঠিন রোগে মৃত্যু অনিবার্য,
করোনা নামে ভাইরাসটি কোভিড ১৯শে ক্ষিপ্ত।
কাবার চারপাশে ঘুরছেনা হাজি মুসলমান,
শূন্য গগনে উড়ছেনা হেলিকপ্টার বিমান।
সমগ্র পৃথিবী থমকে দিল, করোনা ভাইরাসে,
অণুবীক্ষণ ছাড়া তাকে ,দেখা যায়না খালি চোখে।
সারা বিশ্ব এখন লক ডাউন,
সীমান্ত পেরিয়ে ঢুকছেনা যানবাহন।
যুদ্ধ ছাড়াই অবরুদ্ধ আজ পৃথিবী,
করোনা ভাইরাস, ঢুকছে হয়ে মহামারী।
দিলনা সার্কুলার দিলনা নোটিশ,
বিনা নোটিশে সারা পৃথিবী করলো স্থবির।
ঢাল আছে, তলোয়ার আছে, আছে জনবল,
করোনার সাথে পারছেনা লড়তে কোন নৌযোয়ান।
তুমি ডাঃ তুমি স্বাস্থ্য কর্মী, তোমরাই মহাবীর,
তোমরা রইবে চির ভাস্বর চির অমলিন।
তোমরা মানব সেবায় নিজেকে দিয়েছো সপে,
করোনার ভয় করোনা তোমরা ,সেবা দিচ্ছো বীরদর্পে।
পৃথিবীর দুর্যোগ থেমে যাবে, শান্ত হবে একদিন,
দূসর আকাশ রঙিন হবে, আসবে যে সুদিন।
সেদিন সোনালী সূর্য দিবে, সুখের সকাল,
ঘুম থেকে জেগে উঠে, গাইবো জয় গান।
আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান।
তুমি ছাড়া নাই মোদের কোন পরিত্রাণ,
আল্লাহ মেহেরবান,আল্লাহ মেহেরবান।