**** কুয়াশা ভেজা মন ****
বেগম সেলিনা খাতুন
০৩/১০/১৯
========,==========
তুমি সেদিন দেবদারু গাছের নীচে, শীতের ছায়ায় দাড়িয়ে ছিলে। হারিকেনের আলো কুয়াশা অতিক্রম করে,তোমায় পর্যন্ত পৌছাতে পারছিলনা।
তোমার মুখটা অস্পষ্ট ছিল,
আমি চিনতে পারছিলাম না।
কিন্তু তোমার গায়ের গন্ধ,
আমার যে অনেক চেনা।
তোমার হাতে মুঠো বন্দী কিছু ছিল।
তুমি নিঃশব্দে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলে।
আমি নির্বিকার দাড়িয়ে রইলাম।
তুমি কোন শব্দ না করে আমার খোঁপাতে কিছু গুজে দিলে।
মুহূর্তেই সুবাসে সুবাসে, আবেগময় হয়ে গেল আমার মন।
ঝিঝি পোকার দল মধুর সুর, মিষ্টি আলোয় ভরে দিল।
কুয়াশা মাখানো শিশির ভেজা মেঠো পথ,
আমি ঘুরে দাড়াতেই, কুয়াশা ভেজা পিছিল পথে,
নিজেকে সামলাতে না পারায়, হোচট খেলাম।
তুমি আলতো হাতে আমায় বুকে টেনে নিলে ।
আমি ভুলে গেলাম আমার পৃথিবী,
ভুলে গেলাম আমাকে।
তুমি কুয়াশায় ভিজে দাড়িয়েই ছিলে।
মুখে কিছু বলনি।
আমিও বোকার মতো, তোমার কুয়াশা ভেজা মুখের দিকে পলকহীন চেয়েছিলাম।
কোন শব্দ ছিল না।
কিন্তু বুকের মধ্যে এমন হচ্ছিল কেন ?
যেন সাইক্লোন বয়ে যাচ্ছিল।
যখন তুমি শিশির ভেজা গাছের পাতায়
হাত বুলিয়ে আমার চোখে মুখে, শিশির কণা ছিটিয়ে দিলে, আমার সম্বিৎ ফিরে এলো।
আমি মাথা নিচু করে দাড়িয়ে রইলাম ।
হারিকেনের নিভু নিভু আলো আমায় ইশারায় ডাকছিল।
আর সময় দিওনা।
কোন পথের পথিক, তোমাদের নামে কুৎসা রটাবে।
তোমাদের ভালোবাসা, শিশিরের মতো ঝরে পরবে।