🌿🥀🥀কতযুগ 🥀🥀🌿🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
কতযুগ দেখিনি তোমায়...........
কোথায় আছো তুমি বলনি আমায়,
আমি তো তোমারই আছি......
হৃদয়ের কাছাকাছি,
তোমাকে এঁকেছি দু'চোখের পাতায়।।
আমার সর্বাঙ্গে যদি হইতো দু'টি নয়ন,
ঐ নয়ন ভরিয়া তোমায় দেখিলেও
ভরিত না মন,
তোমায় খুঁজবো আমি পাহাড় পর্বত হিমালয়,
ক্ষণে ক্ষণে ভাবি বসে নিরালায়।।
আমার চক্ষু দ'টি এখন জলে সরবর
যেদিকে তাকাই উপচে পরে জল,
আমার ভালোবাসার পেলাম না কোনো নিরাময়
অবুঝ হৃদয় খানি রইলো চেয়ে অবেলায়।।