🌿🌹কত যুগ পরে 🌹🌿🌿
🥀🥀বেগম সেলিনা খাতুন 🥀🥀
কতযুগ পরে এলে, একটু বসো যদি,
বিছিয়ে রেখেছি শীতল পাটি,
শুনাবো তোমায় মনের কথা,
যা যা হৃদয়ে লিখে রেখেছি।
আকাশকে ঘুম পাড়িয়ে, চাঁদ জেগে থাকে,
তোমার জন্য কত নিশি জেগেছি,
হিসাব নাহি আছে,
তোমার দেওয়া পত্রখানা রেখেছি যতনে,
ঠিকানা বিহীন পত্র, উত্তর দিবো কেমনে।
তোমার জন্য কত হাহাকারের ধ্বনী জমিয়ে রেখেছি
দীর্ঘশ্বাস ফেলে কত প্রহর গুনেছি।
কথার মালার বীজ হৃদয়ে রোপন করেছি।
ঘুমিয়ে নয় জেগে জেগে কত স্বপ্ন দেখেছি।
তুমি মোর নয়নের জল,
বাস করো নয়নে নয়নে ,
যার বাস নয়নের জলে,
তাকে আমি ভুলি কেমনে ।
কত যুগ পরে এলে তুমি,
একটু সময় দিবে কি ?
গান শোনাব করবো গল্প
হৃদয়ে আছে যত স্মৃতি।