🍀🍀🥀কিছু সুখ কিছু দুঃখ🥀🍀🍀
🍁🍁বেগম সেলিনা খাতুন🍁🍁
কিছু কথা, কিছু ছন্দ,
দুয়ে মিলে ভেঙ্গে দেয় দ্বন্দ্ব
তখনই সুর হয়ে ভাসে,হৃদয়ের কাছে,
ডুবে যাই সুরের ভুবনে।।
কিছু ভালো লাগা, কিছু অভিমান
দুয়ে মিলে হয়, প্রণয়ের গান
তখনই ভাসে হৃদয়ে প্রেমের সাম্পান ।।
কিছু অপেক্ষা, কিছু নিরবতা
দুয়ে মিলে,বেরে যায় দূরত্বটা
তখনই চলে প্রেমের জোয়ার ভাটা ।।
কিছু সুখ, কিছু দুঃখ
কিছু গান কিছু গল্প
দুয়ে মিলে হাসি কান্না আনন্দ
ভুলে দেয় জীবনের সব দ্বন্দ্ব।
কিছু স্মৃতি বড়ই কঠিন
কিছু স্মৃতি বিলীন হয়না কোনদিন।
কিছু প্রিয় মুখ,কিছু প্রিয় কবিতা
সাধ মিটেনা,থেকে যায় অপূর্ণতা।