🥀🥀কিছু সময় নিরব🥀🥀
🍀🍀বেগম সেলিনা খাতুন🍀🍀
কিছু সময় নিরব আমার
শুধু তোমার ভাবনায়,
তোমার ছায়ার অস্তিত্বতে
তোমায় খুঁজে যাই ।
তোমার আকাশ বিস্তৃত
সংক্ষেপ শুধু আমি,
তোমার স্মৃতি জোছনা
আমার চাঁদটা শুধু তুমি ।
তুমিতো আমার স্তব্ধ ভাষা
শূণ্য পথের মাঝে,
হৃদয় পূর্ণ তোমার মায়ায়
অবকাশহীন শ্রোতে।
সাধারণ আমি দৃশ্যপটে
হেঁটে যাই দিগন্ত
মানা না মানার কিছু বাক্যে
পেতে চাই কিছু ছন্দ ।