""ক্ষয়ে ক্ষয়ে পড়ে""
==============
৫/১১/১৯
মনের মাঝে উঠেছে ঝড়!
কেন? মনতো বলেনা!
মনটা বড়ই অভিমানী,
বলবেনা! ক্ষয়ে ক্ষয়ে পড়বে!
মনটা খুবই সাবধানী।
সারাদিন নাওনা কোন খবর,
এক সেকেন্ডের একটি করো ফোন।
কথা বলবো কি বলবোনা,
ভাববারও সময় দাওনা,
ফোনটা রেখে দিতে পারলে বেঁচে যায় তোমার মন।
দিনের অপেক্ষার প্রহর শেষে আসে রাত্রি,
নির্ঘুমে কেটে যায় অন্ধকার নিশি।
ভোরের আলো দেয় শিশির ভেজা প্রশান্তি,
ভুলে যাই বিরহের সকল অশান্তি।
কাগজ কলম হাতে নিয়ে বারবার লিখি তোমার কথা,
মুখে বলতে পারি না, কাগজে কলমে লিখি সকল ব্যাথা।
প্রেম, বিরহ ,ভালোবাসা হয়না কোন শ্লোগানে,
বুকের মধ্যে পাথর চেপে দিয়ে রেখেছি স্বজ্ঞানে।
আমার ভালোবাসা ছুতে পারে নাই তোমার মন,
বুঝতেই পারোনা তুমি যে আমার কত আপন।