🌿🌿🌹কাঁশফুল🌹🌿🌿
🏵বেগম সেলিনা খাতুন 🏵
সবুজের সমারোহে শান্ত নদীর পার ঘেসে,
দুধ রঙ্গা মেঘেরা ভেসে বেড়ায় নীল আকাশে।
কাঁশফুলেরা দোল খায় শরতের বাতাসে,
শেফালী যেন উড়ে বেড়ায় প্রজাপতি বেসে।
পাখির মতো ডানা মিলে উড়ে যেতে চায়,
কাঁশফুলেরা যেন জড়িয়ে রাখে আপন মমতায়।
কাঁটা বিহীন গোলাপ তুমি দিয়েছো খোপায়,
লাল রঙ্গা শাড়ীতে তোমায় অপরূপ দেখায়।
কানেতে পরিয়েছো তুমি সোনার ঝুমকো,
হাসিতে যেন ঝরছে দানা দানা মুক্ত।
ছোট ছোট খোকাদের চোখে মুখে হাসি,
কাশফুল পেয়ে তারা বেজায় খুশি।