*** কালো বসন ***
বেগম সেলিনা খাতুন /25/03/2020
সেদিন দেখা হয়েছিল তোর সাথে কোনখানে ?
নীরব নদীর কুল ধরে হাঁটছিলাম যখনে!
বলেছিলি খোঁজ নিসনা কেন? কোনদিনে !
ছোট ছোট উর্মি গুলি বয়ে চলছিল নদীর বুকে ।
পরন্ত বেলায় দক্ষিণা হাওয়ায় বসে আছি বেলকোনির কর্নারে ,
তোকে নিয়ে ভাবনা গুলো,লুকিয়ে রেখেছি গোপন কুটিরে ।
পথের বাঁকে বাঁকে খুঁজি তোকে আনমনে,
ফিরে যদি আসিস জোছনা মাখা রাতের সনে।
একরাস বাতাস হুহু করে চলছে বনান্তরে,
প্রেম প্রীতি ভালোবাসা পালিয়েছে অগোচরে।
একদিন ভালোবেসে ছিলাম তোরে গোপনে,
ভুলতে চাইলে ভুলাকি যায় কনোদিনে।
হৃদয়ে জমেছে পলি স্তরে স্তরে,
হৃদয়ের শূন্যতা ভরিয়ে দেনা তোর স্পর্শে।
আলিঙ্গনে জড়িয়ে রাখনা হৃদয়ের আসনে,
লুকিয়ে রাখিসনা নিজেকে কালো বসনে। ।