"" জীবনের শেষ মুহূর্ত ""
বেগম সেলিনা খাতুন
বুক ভরা জ্বালায় জ্বলেছি অহর্নিশি
মাফ করিও মাগো আমি যে বিরহী
তোমার হাতের এক মুঠো শিউলি
ছড়িয়ে দিও মোর সমাধি
ছি,মা! ডুকরে কেন কাঁদো?
তোমার সাথে দেখা হবে পরপারে মাগো..............।
কত নিশি জেগেছি তোমাকে কল্পনায় রেখে
ভোর হয়েছে, সূর্য উঠেছে,হাহাকার রয়েগেছে বুকে
জানি মাগো আমার বিরহে নদী হয়েছে তোমার নয়ন জলে
মাগো তোমার সাথে দেখা হবে জান্নাতের ময়দানে।
বুকের কাঁদন শোনেনি কেউ মাগো...............!
চোখের কাঁদন বৃষ্টির জলে ধুয়েছি
সময় তো দিলনা আমায় এই পৃথিবী!
আকুতি করি শিউলি ফুলে ঢেকো .......... মোর সমাধি।
কত রজনী মুছে গেছে আমার জীবন থেকে
হাসি আনন্দ ছিলোনা তোমায় না পাওয়াতে
অপেক্ষার পথ সুদুর হলো বেদনা ভরা জীবন
কখন যে শেষ হলো এই পৃথিবীর আয়োজন।
আর কেঁদনা মাগো তুমি বড়ই কষ্ট পাই
দোয়া করো মওলার কাছে জান্নাতে যেন হয় ঠাই
তোমার সাথে দেখা হোক জান্নাতের বাগানে
এই পৃথিবীর পাওনা সহ আদায় করবো গুণেগুণে।।