🔰🔰জীবনের শেষ ইচ্ছা 🔰🔰
একা মোর জীবনের তড়ী, ভাসিয়েছিলাম আলোর খোঁজে,
বাইতে বাইতে হাল ছাড়িলাম, ভিজলাম নয়ন জলে।
কে এসে গো হাতখানি মোর হাতে তুলে নিলো, খুলে দিল শৃঙ্খল,প্রশ্ন করলো, হবে মোর জীবনের সাথী? ভালো বেসে তোমার জীবনে আনবো আলো।
জীবনের শেষ একটা ইচ্ছা আছে, বললো যখন মেসেঞ্জারে,
মোবাইলের পর্দা থেকে চোখ সরাতে পারছিনা ।
কোন ব্যাথা সে শোনাবে মোরে,
অপেক্ষার প্রহর শেষে বেজে উঠলো মেসেঞ্জার ,ব্যাথা নয়, তাতে লেখা আছে,
আমায় ভালবেসে পূর্ণ করবে তার শেষ ইচ্ছাটারে।
জীবনের শেষ লগ্নে ভাবছি, কী কথা শোনালো মোরে,আমার কথা প্রতিক্ষণে নাকি তার মনে পরে।
হারিয়ে যায় ভেবে ভেবে,ভাবনার সাগরে।
মনের ভিতর স্বপ্ন সাজিয়ে রেখেছে আমায় নিয়ে।
বয়স যদি থাকতো একুশ, ধরতাম তার হাত খানি,
অবেলায় তার ভালবাসা,শ্রেষ্ঠ উপহার জানি।
গোপনের প্রেম গোপনেই থাক, আর যেন না শুনি,
লজ্জা ফেলে বলতে চাই, পরের জনমে যেন তোমার হই আমি।