🌿🏵জীবন প্রদীপ 🏵🌿
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
30/04/2020
তোমরা ডাক্তার, তোমরা স্বাস্থ্য কর্মী, তোমরা সেনা পুলিশ।
তোমাদের বুকের পাঁজরখানি, বৃহৎ জমিন।
তোমরা মানবতার খোলা আকাশ,
তোমরা মানব দেহের ফুসফুসের বাতাস।
তোমরাই পারো সুস্থ সমাজ, সুস্থ দেহ গড়তে।
তোমরাই পারো শাসন, ভালোবাসা দিয়ে মানুষকে ঘরমুখো করতে!
আল্লাহ তোমাদের দক্ষতা, শাসন ভালোবাসার ক্ষমতা দিয়েছেন!
তোমরাই পারবে বাংলাদেশটাকে করোনা মুক্ত করতে।
আমরা তোমাদের কাছে সারা জীবন থাকবো চিরঋণী,
তোমাদের ঋণ শোধ করতে পারবো না কোন দিনই,
ভয় পেয়োনা ,আমরা তোমাদের সাথে আছি,
মনে করো আমরাও তোমাদের জীবনের অংশ খানি।
তোমাদের দুঃসময় কোনদিন যেন না আসে,
কায়মনে প্রার্থনা করি খোদার কাছে,
স্নেহ ভালোবাসা দিয়ে তোমাদের দিকে হাত বাড়াবো,
জীবন প্রদীপ যতদিন থাকবে,আগলিয়ে তোমাদের রাখবো।