""""" জন্ম ভূমি """""
বেগম সেলিনা খাতুন /27/03/2020
মাগো তোমার কোলে জন্ম নিয়ে, বাংলাদেশ পেয়েছি,
মাগো তোমার কোলে মাথা রেখে দেখি বাংলার ছবি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবো নাকো আমি,
মাগো তুমি আমার জন্ম ভূমি,,,,,,,,,,,।
তোমায় ভালোবাসি মাগো তোমায় ভালোবাসি।
মাগো তুমি দাও সকালে সোনার রবি,
তুমি দাও অলস দুপুরের প্রশান্তি।
তুমি দাও বিকেলের মিষ্টি রোদের ঝলকানি,
রাতের চাঁদের আলো, থৈ থৈ জোসনায় গান শুনি।
মাগো তুমি আমার জন্ম ভূমি,,,,,,,,,,,।
তোমায় ভালোবাসি মাগো তোমায় ভালোবাসি।
মাগো তোমার হাসি মুখে গল্প বলা,
সেই স্মৃতি মাগো যায় কী ভোলা।
যায়না ভোলা স্নেহ ভালোবাসা,
তোমার প্রিতির পরশ খানি।
মাগো তুমি আমার জন্ম ভূমি,,,,,,,,,,,।
তোমায় ভালোবাসি মাগো তোমায় ভালোবাসি।
মাগো সূর্য উঠে, সূর্য ডুবে,
চাঁদ উঠে, চাঁদ যায় হারিয়ে।
মাগো তুমি যাও না গো ফেলে,
তোমার সাথে তোমার বোলে।
নিত্য নতুন গান শুনি।
মাগো তুমি আমার জন্ম ভূমি,,,,,,,,,,,।
তোমায় ভালোবাসি মাগো তোমায় ভালোবাসি।
মাগো কোথায় পাবো সবুজের মাঠ,
পাঁকা ধানের মিষ্টি ঝাঁঝালো গন্ধ।
মায়া ভরা মুখ, ঝিলের জলের পদ্ম,
প্রাণ ভরিয়া রাখালিয়া বাঁজাবে বাঁশি ।
মাগো তুমি আমার জন্ম ভূমি,,,,,,,,,,,।
তোমায় ভালোবাসি মাগো তোমায় ভালোবাসি।
যে দেশেতে কোকিল ডাকে, ডাকে দোয়েল টিয়ে,
যে দেশেতে গাছে পাখি বাসা বাঁধে আপন নীড় ভেবে।
চল সেই দেশটাকে আমরা ভালো রাখি।
মাগো তুমি আমার জন্ম ভূমি,,,,,,,,,,,।
তোমায় ভালোবাসি মাগো তোমায় ভালোবাসি।
ভুলবোনা মাগো তোমার গায়ের মিষ্টি গন্ধ,
ভুলবোনা মাগো তোমার কোলের স্মৃতি।
আর দেরি নয় ভোর হবার,
চল একসাথে দূর্গ গড়ি।
মাগো তুমি আমার জন্ম ভূমি,,,,,,,,,,,।
তোমায় ভালোবাসি মাগো তোমায় ভালোবাসি।