"" জননী ""
বেগম সেলিনা খাতুন

ঘুম পাড়ানী গান গেয়ে, মাগো
ঘুম পারিয়ে দাও
তুমি ছাড়া ঘুম আসেনা
কোলে তুলে নাও।

সেদিন তুমি ঘুমিয়ে ছিলে
আমার চেখে কান্না
মানতে আমি পারিনি মাগো
তোমার চলে যাওয়া।

তোমায় ছাড়া মা ডাক যে
আর,মুখে আসে না
মাকে  ছাড়া দিন কিবা রাত
আমি ছন্দ ছাড়া।

তুমিই আমার বেহেশত মাগো
সুখে থাকার চাবি
পরকালে তোমার বেহেশতে
রইলো আশ্রয়ের দাবি।