জানিস ভালোবাসি
বেগম সেলিনা খাতুন
যাচ্ছি আমি স্বদেশ ছেড়ে
ভালো থাকার তরে
ভাবিসনা তোকে একলা ফেলে
যাবো দেশ ছেড়ে।
মনটা আমার দিয়ে যাবো
তোর হৃদয়ের তরে
ভালো থাকিস আমায় ভেবে
থাকিস মনটা ঘিরে।
পৌঁছে তোরে পত্র দিবো
জানাবো কেমন আছি
তোর পত্রের আসায় থাকবো
জানিস ভালো বাসি।