আমার ঊষার আকাশে মেঘ করেছে,
ভোরের আলো ঢেকে।
আমার মনে যে আজ ফুল ফুটেছে,
তোমার দেখা পেয়ে।

তুমি চোখ মেলে আজ দেখো একবার
আমার ছাদে এসে।
নানান রঙের ফুল ফুটেছে,
তোমার ছোঁয়া পেয়ে।

আমার সূর্যের আলো ঘুম ভাঙ্গালো,
খুললো বন্ধ দোর,
ভোরের পাখি সুর ছড়ালো,
দুয়ারে এসেছে নতুন ভোর।

আমার দিন গুলো আজ রঙ্গিন হলো,
প্রভাতের গোলাপ সুভাস ছড়ালো।
দুঃখ বিরহ গেল হারিয়ে,
তোমার ছোঁয়া পেয়ে।

আমার ভোরের নদীর কলতানে,
হিমেল হাওয়া বইছে মনে।
ইচ্ছ করে ছুঁয়ে দেখি,
ভালবাসার মানুষটারে।

বেগম সেলিনা খাতুন
12/06/19