আজ হঠাৎ বৃষ্টি এলো
ভিজতে চাইলো মন,
একা একা কেমনে ভিজি!
তোমায় নিয়ে ভাবি সারাক্ষন ,
মধ্য রাতে ফোন দিও, করবো আলাপন।
গ্রীষ্মের অলস দুপুর বেলায়,
তোমার পাশে রেখো।
প্রখর রোদে ছায়া হবো ,
তোমার সাথে আছে সম্পর্কের বন্ধন।
মধ্য রাতে ফোন দিও, করবো আলাপন।
কাল বৈশাখী আসছে ধেঁয়ে!
নীল আকাশের বুকে ,
ভয় কী তাতে, প্রকৃতির নিয়ম
অবুঝ তাদের মন।
মধ্য রাতে ফোন দিও, করবো আলাপন।
পৌষের শীতে কাঁপছে মানুষ
গরম কাপড় নেই বলে ,
আমার স্বপ্নগুলো ভাগ করে দেবো
তুমি যে আমার আপনজন ।
মধ্য রাতে ফোন দিও, করবো আলাপন।
আজকের সকাল সুন্দর কতো!
সাজলো ফুলে ফুলে
একটি ফুল আমায় দিও
গন্ধ নিবো সারাক্ষণ
মধ্য রাতে ফোন দিও, করবো আলাপন।
জীবন আমার বদলে যাবে
যদি থাকো পাশে ,
এ জীবনে কাউকে চাইনা -
তুমিই আপনজন
মধ্য রাতে ফোন দিও, করবো আলাপন।