*** হবেনা সুখ লাভ ***
***বেগম সেলিনা খাতুন ***
এ জীবনে আর কি হবে না সুখ লাভ?
প্রতিটি মানুষ কি কখনো কখনো সুখ বিহীন জীবন অতিবাহিত করে থাকে?
হবেনা রাতের ঘুম!
হবেনা অলস দুপুরে দক্ষিণা হাওয়ায় বসে
গুন গুনিয়া বেসুরে দু এক লাইন গেয়ে উঠা।
পানের বাটা থেকে এক খিলি পান মুখে তুলে নেওয়া।
প্রিয় জনের কাছে বাটাটা আলগিয়ে ধরা!
খোশ গল্পে নিজেকে অজানায় হারিয়ে নিয়ে যাওয়া!
হবে না! ভালো লাগা মানুষের পাশে বসে
রিকশায় হুট ফেলে, সিনেমা হলের উদ্দেশ্যে রওনা হওয়া!
জীবন টা এতো কঠিন কেন হলো?
বুকের মধ্যে চাপা দেওয়া পাথর খানা কি কখনো নির্মল নিঃশ্বাস নিতে দিবে না?
সফলতা জীবন থেকে হারিয়ে যায় কেন?
যে জীবন ছিলো ফুলের মতো হাসি ভরা!
আজ কেন হলো তালা বিহীন খাঁচায় বন্দী করা