🌹🌹হেমন্তের বিকেল🌹🌹
🌼🌼বেগম সেলিনা খাতুন 🌼🌼
আজ বিকালে আসবে তুমি?
আমার গোপন বারান্দায়,
দোল খেতে খেতে গল্প বলবো দুজনায়।
পড়বে তুমি মুক্তর হার,পায়ে নূপুর,
বাঁশের বাঁশী হাতে নিয়ে বসবো পাশে,
শুনাবো তোমায় হৃদয় মাতানো সুর।
তুমি ইচ্ছা করলে আমার বিছানায় বসতে পারো,
বিছানো আছে সাদা ধবধবে চাদর,
খুলে দিব দক্ষিণা জানালা,
তুমি হেমন্তের গোধুলীতে খুঁজে নিও ভালোবাসা।
সন্ধ্যা নামার আগেই চলে যেও,
কত জনই তো আসে চলেও যায় ,
তুমিও তাদের মতো যাও যেও।