🥀🥀🥀ফ্রেমে বন্দি 🥀🥀🥀
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
ফ্রেমে বন্দি, আমার ক্যামেরার ,
পরন্ত বিকেল তুমি,
বর্ষার আকাশে, মেঘের আড়ালে
লুকিয়ে থাকা রোদ তুমি,
তোমার ঐ মৃদু কালো, চোখের ভাষা,
মাতাল করা হাসি.............।
বড় বেশি ভালো বাসি, আমি ,
বেশী ভালো বাসি।
ভেজা চুলে ,দাঁড়িয়ে যখন তোমায় বেলকনিতে দেখি,
তোমার ঐ গোলাপী ঠোঁটের মৃদু হাসিটি
রঙ তুলিতে আঁকি।
বড় বেশি ভালোবাসি আমি
বেশি ভালবাসি।
মনের কথা ,যায়না যখন বলা
কাগজ কলম হাতে নিয়ে বসি
গান, কবিতা, গল্পের ছলে
প্রেমের চিঠি লিখি,
বড় বেশি ভালো বাসি আমি
বেশি ভালো বাসি।