"" ফাল্গুন ২০২৫" "
বেগম সেলিনা খাতুন

ফাল্গুন এসেছে বাংলাদেশে
লাল টুকটুকে জবা হাতে।
দুঃখিনী মা দুঃখ নিয়ে
একুশকে বরণ করে।

ফাল্গুন এসেছে কৃষ্ণাচুড়ায়
টগবগে পলাশের ডালা হাতে।
ফাল্গুন এসেছে বাংলাভাষাকে
বাংগালীর হৃদয়ে গেঁথে দিতে।

একুশ আমার অহংকার
এলার্ম-ঘড়ির নাই দরকার।
৫২ সেটে আছে অন্তরে
একুশ আসিবে ফিরে ফিরে।

একুশে সেদিন কেঁদেছিল আকাশ
কেঁদেছিল পৃথিবীর সব বাতাস
ফাল্গুনে ঝরিয়েছিল রক্ত আগুন
সালাম বরকত আরো কতজন।