"একুশ"
২১ আমার দুঃখ,
সালাম,বরকত,রফিক,জব্বারসহ আরো নাম না জানা শহীদদের আত্মত্যাগের জন্য |
২১ আমার গর্ব,
মায়ের ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারার জন্য |
২১ আমার কষ্ট ,
১৯৫২ সালের এই দিনে অগনিত ভাইয়ের বুকের তাজা রক্তের বিনিময়ে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য |
২১ আমার অহংকার ,
আমার মায়ের ভাষা,আর্ন্তজাতিক মাতৃভাষায় স্বীকৃতি পাবার জন্য |
২১ আমার হৃদয় নিংরানো এক বিন্দু রক্ত,
আমরা মায়ের ভাষায় কথা বলতে পেরেছি,সেই সব সাহসী বীরদের জন্য|
২১ আমার ভালবাসা ,
প্রথম সংবিধানে বাংলাকে রাষ্ট্র ভাষায় মর্যাদা দেওয়ার জন্য |
২১ আমার প্রানের সুর ,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারী রচিত হওয়ার জন্য |
২১ আমার পথ চলা ,
স্বাধীন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে বীর র্দপে এগিয়ে চলার জন্য |
আমার বাংলার গর্বিত মায়ের গর্বিত ভাষা শহীদদের চরনধুলিত জানাই স্বশ্রদ্ধ সালাম |
আমরা তোমাদের কখনো ভুলিতে পারিব না |
ভুলবো না,ভুলবো না,ভুলবো না |
- বেগম সেলিনা খাতুন