🌿🌿🏵দুঃখ ভরা জীবন 🏵🌿🌿
🥀🥀বেগম সেলিনা খাতুন 🥀🥀
দুঃখে ভরা জীবনটা ছিল যখন,
অসহায় হয়ে আমি পরেছিলাম তখন।
দুর থেকে হাত দু'খানা বাড়িয়ে বলেছিলে,
তোমার পাশে থাকবো এ দেহে আছে যতদিন জীবন।
বলেছিলে, ভুলে যাও সব দুঃখ,
ভাগ করে নিব আমি সব টুকো।
আসার বাণী বলেছিলে বারে বারে,
তোমার জীবনটা রাখবো আমি স্বপ্নে ভরে।
আমার হৃদয়ে জ্বালিয়েছিলে অগ্নিশিখা,
জ্বালিয়েছিলে মোমের বাতি,
লিখেছিলে ভালোবাসার কবিতা।
পৃথিবীর সব সুখ আমায় দিবে বলে
কথা দিয়েছিলে,টেলিফোনে।
মনের গভীরে লুকিয়ে থাকা যত বেদনা,
সব গুলো বেদনা কুড়িয়ে নিয়ে,
আমায় নিয়ে লিখবে ভালোবাসার রচনা।
জীবনের ধূসর গুলো উড়িয়ে দিয়ে ,
মধুর মাধবী মিশিয়ে গরবে তোমার জীবনের সাথে আমার জীবনের ঠিকানা।
বারে বারে বলেছো,আমি শুধুই তোমার,
এখন তুমি নওকো অন্য কারো আর।
তোমার আমার জীবনটা হয়ে গেছে একাকার।
এই কথা গুলো শুধু বলেছো মন ভোলাবার।
তোমার সব কথা ছিলো মিথ্যে, অভিনয় ছিল তাতে।
বুঝতে পারলাম আমি জীবনের শেষ প্রান্তে
আমার জীবনটা স্পন্ধন হীন করে দিলে।
স্বার্থের কথা ভেবে, হারিয়ে গেলে,
আমায় অথই সাগরে ফেলে।
আমি তো ভুলিতে পারিনি তোমাকে।
তুমি তো ভুলেই গেছো মোরে।
হৃদয় যখন দিয়েছি, রাখবো ভরে হৃদয়ে।
তোমার আসন থাকবে, আমার সব টুকু মন জুড়ে।