🍀🍁🍁দেখা হলো পরশু🍁🍁🍀
🌷🌷বেগম সেলিনা খাতুন🌷🌷
তোমার সাথে হলো দেখা
গত পরশু বিকেল বেলা।
পরিপাটির ছোঁয়ায় মুগ্ধ হলাম ,
স্মৃতি গুলো দিলো দোলা।
তোমার সাথে কাটানো সময়,
মনে পড়ে গেলো,
জানিনা তুমি কেমন করে
আমায় ছাড়া চলো।
হাতে তোমার মোবাইল ছিল
অবাক হলাম দেখে,
এ জীবনে একটা ফোনও
করোনি তো আমাকে..........
আমি যখন বাজাতাম বাঁশের বাঁশি,
জলে ভরে যেতো তোমার দুটি আঁখি।
সেদিন থেকে তোমায় আমি
বেশী ভালোবাসি,বেশী ভালোবাসি।
খোঁজ করো স্মৃতির গভীরে
ভাবো তুমি আমায় নিয়ে,
আমি তোমার কোথায় ছিলাম?
ভেসে উঠবে স্মৃতি পটে।
তোমার মুখ পানে চেয়ে আছি,
প্রশ্ন তুমি করবে নাকি?
কোথায় থাকি?কেমন আছি?
মন কাউকে দিয়েছি নাকি?
না না মন কাওকে দেয়নি এখনো
তোমার আশায় বসে থেকে ,
হইলাম আমি বুড়ো,
তুমি তো দেখি আগের মতোই ভরাট চুল,
এখনো অনেক কালো।