🌿🌿🌹🌿🌿 দেশাত্মবোধক কবিতা 🌿🌿🌹🌿🌿
🌼🌼বেগম সেলিনা খাতুন 🌼🌼
যেখানে পানশি নৌকা, নদীর বুকে উজান দেশে চলে,
যেখানে মাঠ ভরা সোনালী ধানে,ঘরের গোলা ভরে,
পাঁকা ধানের মৌ মৌ গন্ধে, নবান্নের উৎসব করে।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
যেখানে টিনের চালে বৃষ্টি, নূপুরের শব্দ তোলে,
রাঙা পায়ে বধূ, কলসি কাঁখে যায় পুকুর ঘাটে,
গোলাপ হাতে দাঁড়িয়ে সখা, থাকে নব বধুর প্রেমের টানে।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
যেখানে সবুজ দোলায় দোল খায় অবুঝ প্রাণে,
ব্যাকুল করা পাখিদের সুরের অলংকারে,
ভরিয়ে রেখেছে সকাল বিকাল কুহু কুহু সুরে।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
যেখানে মৌমাছিরা ফুলে ফুলে ফুলের রেণু কুড়ায়,
যেখানে সোনার রবি গোধুলি লগ্নে হারিয়ে যায়,
পাখিরা দল বেঁধে নীড়ে ফেরে আপন মমতায়।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
যেখানে কাঁদা মেঠো পথ রাতের অন্ধকারী
পালকি করিয়া কৃষান বধূ যায় বাপের বাড়ি,
জোনাকিরা আলো জ্বেলে থাকে সারি সারি।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
যেখানে সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে,
যেখানে আয়েশী বিকেল গোধুলি ছড়ায় পশ্চিম আকাশে,
পাখিরা কুজনে মুখরিত করে, বিদায় জানায় সোনার রবিকে।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
যেখানে বৃষ্টির পরে শিয়ালের হয় বিয়ে
সাত রঙে সাজিয়ে তারা রঙের খেলা খেলে,
বেগুনি,খয়েরি,আসমানী,হলুদ,কমলা লালে,
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
দিগন্ত বিস্তৃত ফ্রেমে বন্দী সবুজ শ্যামলে ঘেরা,
প্রাণ জুরিয়ে যায়, মন হয়ে যায় দিশাহারা,
মায়ের মুখের মধুর ভাষায় প্রাণ খুলে গল্প বলা।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
যেখানে চন্দ্র সূর্যের সমান অধিকার,
কারো কম নাই, বেশী নাই পৃথিবীকে সেবা করার,
চন্দ্র সাজায় রাতে আকাশ, সূর্য সাজায় দিনে
দুইটি গ্রহ সমান ভাবে প্রস্তুত, পৃথিবীকে সেবা দানে।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।
যেখানে রাখাল, জেলে, কৃষান,মাঝি শুনাবে তাদের গান,
তোমার আমার জীবন ধন্য হবে, ব্যাকুল হবে প্রাণ,
আমরা নই পরাধীন, আমরা স্বাধীন,স্বাধীন বাংলাদেশ।
সেটাই আমার জন্ম ভূমি, মাতৃ ভূমি বাংলাদেশ।