ডাক পিয়ন
বেগম সেলিনা খাতুন


ডাক পিয়ন বয়ে আনলো
নীল খামে চিঠি
বহু অপেক্ষার পরে হৃদয়ে
ঝড়লো শ্রাবণের বৃষ্টি।

চিঠির উপর  পড়লো যখন দৃষ্টি
বুকের মধ্যখানে হলো অনাসৃষ্টি
দুই চোখের পত্র পল্লব
একত্রে হয়ে জল গড়িলো
উষ্ঠোদয়ে বন্যা প্লাবিত হলো।

হৃদয়ের কান্নার আওয়াজ থেমেগেলো
চিঠির ভাষা হৃদয় জেনে নিলো
নিঃশব্দে নিরবতায় ছিলাম কিছুক্ষণ
বিধাতার ভালোবাসা পায়বা কজন।

জনম জনম রেখেছি হৃদয়ে
অন্তরের নিরবতা ভেঙেছে প্রেমে
ছিল অনুরাগ ছিল অভিমান
সব কিছু ভুলে জেগেছে প্রাণ।

লিপিকায় জড়ানো ছিল অনুভুতি
স্বপ্নের দরজায় বসেছে প্রজাপতি
আষাঢ় শ্রাবণ বাদল দিনে
বাঁধা বিঘ্ন পেরিয়ে, স্বর্গ গড়বো ত্রিভুবনে ।