******* ভুলবোতো সেইদিন *******
                    বেগম সেলিনা খাতুন
                       ৫/১২/১৯
                     ================

ভাবছো তুমি, ভুলে গেছি, নাহ! ভুলি নাই।
ভুলবো কেমন করে,
ইথারে ভেসে আসা তোমার বাক্যালাপ গুলো
ভুলতে দেয়না মোরে।

ভুলবো'তো সেইদিন ।
যেদিন আকাশে চাঁদ আর উঠবেনা ,
সূর্যের আলো ছড়াবেনা আলোর রশ্মি,
অমাবস্যার রাত চারদিক ঢেকে দিবে অন্ধকারে।

ভুলবোতো সেইদিন
যেদিন শুনবোনা পাখির কাকলি,
যেদিন ফুটবেনা কাননে শেফালী বেলী,
দক্ষিণ হাওয়ায় বসে শুনবোনা রাখালিয়ার বাঁশির সুর।
দু'হাত ভরে আনবোনা আর গোলাপ বকুল।

ভুলবোতো সেইদিন
যেদিন চোখের পলক আর পড়বেনা,
যেদিন মুক্ত ঝরানো হাসি আর থাকবেনা।
শুনবোনা মধুর সুরের আজানের ধ্বনি,
পড়বোনা নিরালায় বসে কোরআন হাদিসের বাণী।

ভুলবোতো সেইদিন
যেদিন থাকবেনা বাতাসের ঘ্রাণ, বাতাসের সুর।
যেদিন থাকবেনা নদীর কল্লোল, আছড়ে পড়া ঢেউ।
থাকবেনা নক্ষত্রের আলোকছটা -
রাত্রির আকাশে।
তোমার নাম'যে হৃদয়ের খাতায় লিখে রেখেছি সযতনে।

ভুলবোতো সেইদিন
যেদিন থাকবেনা ঝুমঝুম বৃষ্টির আনাগোনা।
কোলা ব্যাঙের বিরতিহীন হাসি কান্না।
লিখবেনা কবি বৃষ্টির গান,
থমকে যাবে কবির কলমখানা।

ভুলবোতো সেইদিন
যেদিন শূন্য হৃদয়েটা চাইবেনা হৃদয়ের পূর্ণতা।
যেদিন দুপুরের ঝাঁঝালো রোদেও তুমি ছায়া হয়ে পাশে থাকবেনা।

এখনো মনে পড়ে সেই বর্ষার রাতে লিখেছিলাম তোমায় নিয়ে কবিতা।
ভুলি নাই তোমার দেওয়া নীল খামে ভালোবাসার লিপিকা।
ভাবছো তুমি ভুলে গেছি?
নাহ ! ভুলি নাই, ভুলবোনা কোনদিন।
তোমাকেই আজো ভাবি, তুমিই করবে আমার জীবনটা রঙীন।