💠💠চিঠির উত্তর 💠💠
🔷🔷বেগম সেলিনা খাতুন 🔷🔷
লিখলাম তোমার দেওয়া পত্রখানার উত্তর,
পৌঁছে যাবে দেরী হবে না সকাল না হয় দুপুর।
কেমন আছো বলবোনা,ভালো থাকো করি কামনা।
পত্রখানা,
সূর্য ডোবার পূর্বে যেন পড়া হয় জানিয়েছিলে তুমি।
সূর্য ডোবার পূর্বে কেমনে পড়িবো আমি লোকে করিবে কানাকানি।
সূর্যকে বলেছিলাম ডুবে যাও,পারো যতো
তাড়াতাড়ি।
দেরী সয়না ,আছি আমি প্রিয়ার পত্রখানা হাতেতে ধরি।
সূর্য ডোবার পরে চাঁদ দাড়িয়ে থাকিবে আলো হাতে।
প্রেমের যতো কথা আছে,পড়িবো আমি এক নিমেষে।
ভালো বাসার হাত বুলিয়ে দিয়েছি পত্রখানার উপরে।
হৃদয় দিয়ে লিখেছো তুমি,দেখেছি হৃদয়ের দর্পনে।
লিখেছো তুমি ঘুম ঘুম চোখে,
স্বপ্নের কাকলি জড়িয়ে।
জানিয়েছো তুমি আমন্ত্রণ,
হাজির হবো স্বপ্ন পরি হয়ে।
তোমার স্বপ্ন পুরণ করবো, হৃদয়ের সবটুকু উষ্ণতা দিয়ে।
পাখি ডাকিবে, ফুল ফুটিবে ভোরের সূর্য আলো দিবে ভরিয়ে।
উত্তর খানা পাঠিয়ে দিলাম,মেঘের হাত দিয়ে।
বৃষ্টি নামার আগে পড়ে নিও,যায় যদি বৃষ্টিতে ভিজিয়ে।
জুঁই চামেলি ফুলের সুভাস দিয়েছি ভরিয়ে।
আমি জানালা খুলে থাকিবো দাঁড়িয়ে।
ঘুম থেকে জেগে দেখিবে কুশলবার্তা নিয়ে,
দাঁড়িয়ে আছে মেঘেরা তোমার দুয়ারে।।