স্মৃতি কথা
বেগম সেলিনা খাতুন

তোমার স্মৃতি আগলে রাখি
জীবন টা অগোছালো
বুকের ভিতর শুক পাখিটা
উড়াল দিয়ে গেলো।

রাতের বুকে তোমায় খুঁজি
জল ভরা চোখে
নিঝুম রাতে তোমার স্মৃতি
মনের মাঝে জাগে।

আমার রাত কেঁদে কেঁদে
ভেসে যায় তরী
দিনের আলোয় ফিরো পাখি
বাহন হবে ঘুড়ি।