🌿🌿🌹 শূন্য চেয়ার 🌹🌿🌿
🌿🏵বেগম সেলিনা খাতুন 🏵🌿
তোমার কথা যখন মনে পরে যায়,
তোমাকে খুঁজে বেড়াই আকাশের গায়,
কখনো চাঁদের আড়ালে, কখনো রাত জাগা তাঁরাদের ভীরে।
ঘরময় ঘুরে বেড়াই, জানালা দরজা সবই যেন আছে তোমার অপেক্ষায় ।
বারান্দার চেয়ারটা শূন্য, করুন চোখে তাকায়।
মুয়াজ্জিনের আজান যখন ধ্বনিত হয়,
তোমার কথা মনে হয়, তুমি ব্যাস্ত হয়ে পড়তে,
ঠিক সময়ের আগে পৌঁছাতে হবে মসজিদে।
আর এখন কেউ বলেনা, তুমি সরে বসো,
আগে আমায় জায়গা দাও, অজু করতে,
নামাজের সময় খুব সন্নিকটে।
বাড়ীর সব ফ্যান গুলো ঘুরছে তো ঘুরছে,
বলার নাই কেউ বন্ধ করো,এতো ঘুরলে বিল হবে বড় সরো!
তোমরা একটু সন্চয়ী হও,অপচয়ের হিসেব থেকে নিজেকে বাঁচাও।
মটর ছেড়ে রেখেছে তো রেখেছে,
পানি পরে ভেসে যাচ্ছে।
এখন মনে পরে, মটর ছেড়েছো তুমি ঘড়ি ধরে।
বার বার তাকাতে ঘড়ির দিকে।
পানি যেন না পরে, বিল যেন না বারে।
খেয়াল ছিল তোমার সেদিকে।
৪টার পরে ফোন করতে বারে বারে,
কখন আমি আসবো ঘরে ফিরে,
এখন আর আসেনা ফোন, অপেক্ষায় থাকেনা কেউ আমারই জন্যে।
ভালো থেকো পরপারে, ছিলে তুমি ভালো মানুষ নেক বান্দা যারে বলে।
আমার জন্য রেখো জায়গা তোমারই পাশে,
দেখা হবে সেইদিন, যেদিন যাব এই পৃথিবী ছেড়ে।