🌿🌿🥀বৈশাখের গান 🥀🌿🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
এলো, এলোরে বৈশাখ
চৈত্রের অবসানে-২
নববর্ষের নতুন হাওয়া-২
বইছে মনে প্রাণে ।। ঐ
ফুলের গন্ধে ঘুম আসে না
জোছনা ভরা রাতে -২
মাতাল করা ফুলের গন্ধ -২
ভুলিবো কেমনে ।। ঐ
প্রেমের একটা চিঠি লিখবো
মনের পাতা ভরে-২
ধর্মঘট আজ পোষ্ট অফিসে -২
বলবো কথা টেলিফোনে ।। ঐ
রিণি ঝিনি রেশমি চুড়ি
লাল শাড়ি পরণে-২
নীড় সাজাবো তোরে নিয়ে -২
ভাবছি প্রতি ক্ষণে ।। ঐ