"" বৈশাখ ""
বেগম সেলিনা খাতুন
এসো এসো এসোহে বৈশাখ
বরণ করে নিবো
ভালোবাসা রেখেছি লুকিয়ে
উজার করে দিবো।
যতো অপমান, ঘৃনা আছে জমা
তোমার ঝড়ো হাওয়ায়
সুর ছন্দে,মহানন্দে করে দিও ক্ষমা।
দুঃখকে দুরে ঠেলে,আপন করে সুখ নিবো
স্বপ্ন যেন পূর্ণ হয়,আসায় বুক বেঁধে রবো।
আলোয় আলোয় ভাসিয়ে দাও তোমার বসুন্ধরা
দুর করে দাও দাবদাহ চৈত্রের ভীষণ খড়া
বৈশাখের প্রথম প্রহরে
নবীন প্রবীণ হাত বাড়িয়েছে
প্রেমের ডালা সাজিয়ে
হোক রঙ্গিন হৃদয়, চৈত্রের অবসারে।
আকাশে বাতাসে সাজ সাজ রব
সুগন্ধে মুখরিত,আনন্দে পুলকিত
বসন্তের কোকিলের কুহু কুহু ডাক
এসো বৈশাখ করি বরণ
উদ্ভাসিত হোক প্রাণ মন।