🥀🥀🌿বঙ্গবন্ধুর জন্মদিন 🌿🥀🥀
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
আজকে তোমার জন্মদিন, শুভ জন্মদিন আজকে ।।
তুমি জন্ম নিলে মধুমতি নদীর তীরে,
সাধারণ এক মায়ের কোলে,
অন্ধকার ঘর ভরে দিলে,শান্তির আলো জ্বেলে
তোমার চিৎকারে সেদিন কেঁপেছিল পরাধীন দেশ,
আশায় বুক বেঁধেছিল,পরাধীনতা হবেই হবে শেষ।
তোমার কান্নার বোলে ছিল জাগো বাঙ্গালী জাগো, উদ্বেলিত হয়ে উঠেছিলো বাংলাদেশ।
তুমি জন্মেছিলে বলে বাংলাদেশ হলো স্বাধীন,
আমরা হলাম স্বাধীন বাংলার নাগরিক,
তাইতো আমি স্বাধীন বাংলার দুরন্ত এক পথিক।
প্রাণ খুলে গাইবো মোরা তোমারই জয় গান,
তোমার জন্য হয়েছি আমি বাঙালী, গাই বাংলা গান,
তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
তোমার উদ্ধত আহবানে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালী,
থাকবে তুমি স্মৃতিতে, থাকবে হৃদয়ে অমলিন,
তোমায় ভুলবো না, ভুলবো না, বেঁচে থাকি যতদিন।
আজকে তোমার জন্মদিন, শুভ জন্মদিন।
বাংলার আকাশ বাতাস, পশু পাখি ছিল পরাধীন,
তোমার নেতৃত্বে হয়েছে আজ বাংলাদেশ স্বাধীন।
শৈশব, যৌবন বিলিয়ে দিয়েছিলে রাজপথে,
বাংলাদেশ পেল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তোমাকে।
সইতে পারলোনা বিষধর সাপ, ঘাপটি মেরে ছোবল মারলো, তোমার কলিজাতে।
পাপের সাজা পেয়েছে তারা
বিচার হয়েছে স্বাধীন বাংলাদেশে।
বাংলার জননী করেছে বিচার,
জাতির পিতার ঘাতকদের।