🌹🌹 বন্ধু বলো 🌹🌹
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
তুমি বন্ধু বলো যখন আমায় ,
হাত দু'খানা বাড়িয়ে দেই তোমায়।
ভুল করি কিনা! ভাববার নেই সময়,
বন্ধু বলে আপন করে নেই অসময় ।
তুমি বন্ধু বলো আমায় যখন,
ভুলে যাই আমার অতীত বর্তমান।
ভুলে যাই তোমার আমার মান অভিমান,
মনের মাঝে বাজে বাঁশি, জাগে শিহরণ।
যদি বন্ধু হও ,আমায় কথা দাও,
আমার পৃথিবী থাকবে যতদিন।
যাবে নাকো ভুলে, করবে জীবন রঙিন,
অন্ধকার ছেরে , কোলাহলে আসবে একদিন।
তুমি আমায় বন্ধু বলো যখন,
নীরব থাকি, জ্বলে নীরবতার আগুন।
হয়তো সময়ের দাবীতে, ভুলে যাবো কনোদিন,
জেনেও ভুল করে, অন্ধকারে কাটিয়েছি কটাদিন।
তুমি যখন বন্ধু বলো,
দুঃখ ভুলে গিয়ে, দেখি সুখের আলো।
ঝড় আসবে, থামবেও ঝড় একদিন,
অন্ধকার কেটে যেয়ে আকাশ হবে রঙিন,
ভালো থেকো বন্ধু তুমি, ভালো থেকো প্রতিদিন।