🍁🌷বিশ্ব জুড়ে পাঠশালা🌷🍁🍁
🍁🍁বেগম সেলিনা খাতুন🍁🍁
পাহাড়ের উচ্চতা আকাশ সমান,
বড় ইচ্ছে জাগে মনে,
হতাম যদি তাহার মতো
গুণে কর্মে নীরব মহান।
আকাশ তোমার কুল নাই, কিনার নাই,
আছে তোমার উদারতা
মনে মনে ভাবি তোমাকে দেখে
এই বিশ্ব ভুবনে তোমার মতো উদার হতাম যদি।
সূর্য আমাদের আলো দেয়,
শিখায় নিজের তেজে জ্বলতে,
তোমার এই শিক্ষা নিয়ে
পৃথিবীতে বেঁচে থাকবো,
যতদিন এ দেহে জীবন আছে।
চাঁদ যেমন সুন্দর তেমনি মিষ্টি
লক্ষ কোটি তারার মাঝে সেরা হলো চাঁদটি।
আকাশকে আলো দিয়ে ভরিয়ে রাখে করে না অনাসৃষ্টি,
বিনিময়ে নেয়না কোন মূল্য,
তুমি নওতো কারো সমতূল্য।
চোখে দেখা যায়না তোমায়,
তবু তোমায় ছাড়া বাঁচা দায়,
আছো তুমি অনুভবে,
অফুরন্ত অক্সিজেনের ভান্ডার নিয়ে।
বেহিসাবি অনুদানে করছো ঋণী আমাকে।
সাগরের তলদেশে কত যে রত্ন ভান্ডার রয়েছে
হিসাব নাহি আছে,
মানব কল্যানের জন্য রেখেছে মাওলা
সংরক্ষন করে নীরবে।
পাখির কলকাকলিতে ভোর হয় মুখরিত,
তোমাদের কুজনে নামাজীরা নামাজ পড়ে সময় মতো।
তোমাদের এই দান রাখবো মনে
নিজেকে যেন বিলিয়ে দিতে পারি মানব কল্যানে।
ঝরণা থেকে ঝন ঝনিয়ে বাজে সুর,
সেই সুরের মূর্ছনায় মন হয় আকুল
গুন গুনিয়ে গান ধরি বাজিয়ে পায়ের নূপুর,
করুনা করে ভরিয়ে দাও সুরে, সকাল দুপুর।
মাটির নিচে ঘুমিয়ে আছে লক্ষ কোটি নেক বান্দা,
তোমার দয়ায় তোমার কৃপায় শান্তির ঘুম দিয়েছে তারা,
আমাকেও একদিন তোমার বুকে থাকতে হবে চিরনিদ্রায়,
সেইদিন তোমার বুকে ঘুমিয়ে থাকবো তোমার দয়ায়।
এই পৃথিবীতে যা যা করেছে সৃষ্টি মহান আল্লাহ তায়ালা,
সবই যে ভবের খেলা,
বিশ্ব জুড়ে রেখেছেন মাওলা বানিয়ে পাঠশালা।