"" বিদায় বেলা ""
বেগম সেলিনা খাতুন
সেদিন আমার বিদায় বেলা
ফিরে ফিরে দেখি
আমার শহর আমায় দিলো
জল ভরা আঁখি।
গল্প আমার সঙ্গী হলো
নিশি রাতে লিখি
সব শেষের লাইনটাতে
লিখি পুরানো স্মৃতি।
ফিরে যদি আসি আবার
আমার ছোট্ট শহরে
জল নয়, চোখে ফুটবে হাসি
দেখবো শহর ঘুরে।