""বিয়ের দাওয়াত ""
        বেগম সেলিনা খাতুন

দাওয়াত পাইলাম,
                  আমি আর মাষ্টার
উপহার দেব কি?
                   বিষয়টি ভাবনার
শাড়ী চুড়ি সব আছে
                   মন দিলাম শিং মাছে।
টিপ টিপ বৃষ্টি
                    হলো অনাসৃষ্টি

উপহার হাতে নিয়ে বৃষ্টিতে ভিজলাম।

আকাশের কান্না
                      মিটাল তৃষ্ণা
উপহার গেলো কোথায়?  
                      ব্যাগটা খুললাম।
ব্যাগের তলা ফুটো!

এখান দিয়ে পালিয়েছে শিং মাছ দুটো।

মাষ্টারের চোখে মুখে বিজয় হাসি
চল, চল, চল পালাইয়া বাঁচি।