🌿🌿🥀ব্যাথা ভরা মন 🥀🌿🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
যেদিন তুমি এসেছিলে মোর জীবনে
মনের দর্পনে দেখেছিলাম,দেখিনি তো নয়নে।
লাজুক লাজুক ভাবনা ছিল মনে।।
তোমায় রেখেছিলাম মনেরই মন্দিরে
ভালবেসেছিলাম মনটা উজার করে,
কত যে স্বপ্ন ছিলো তোমাকে ঘিরে।।
আমার ভালবাসা রাখতে পারনি ধরে
বৃথা কেন ব্যাথা দিলে মনে।
ছিলাম আমি তোমার পাজরের সংগোপনে ।।
তোমার, হৃদয়ের কুটিরে ছিলাম আমি,
হৃদয়ের ডায়রিটা দেখনা খুলে
ভালো বাসার রং তুলিটা গেছে যে শুকিয়ে।।
আমাকে সঁপেছিলাম তোমারই তরে,
তোমার মাঝে খুঁজেছিলাম মোরে,
তোমার চোখে চোখ রেখেছিলাম বলে,
সুর এসেছিলো মনে।।