🌿🌿🌹বেদনার চিঠি 🌹🌿🌿
🌿🏵বেগম সেলিনা খাতুন 🏵🌿
তোমাকে লিখেছি বেদনার চিঠি,
পড়ে নিও গোপনে
অশ্রু জল হয়েছে কলমের কালি ।
আমার জীবনটা হয়েছে নিরিবিলি,
গহন রাত্রি চারিদিকে
মনে মনে শুধু তোমাকেই খুঁজি।
তোমার জন্য কবিতা লিখি,
শোনাতে যদি হয় দেরী
হৃদয়ের কুটিরে লুকিয়ে রাখি।
আমার স্বপ্নের দিনগুলি,
হারিয়ে গেলো এখনি
মনটা হয়ে রইলো অভিমানী।
আমার জীবনী শোনাবো তোমাকে,
রেখেছি অনেক যত্নে লুকিয়ে
সেদিন বাসবে ভালো কি? আমাকে।
গভীর আঘাতে ক্ষত হয়েছে এ বুকে,
আর একবার লিখবো চিঠি তোমাকে
পাঠাবো নীল খামে
পড়ে নিও গোপনে।