ভালোবাসা নামের শব্দটি এখন বিষণ্ন হয়ে আছে মনে,
ঝাঁঝালো দুপুরের বাতাসে,ঐ শব্দটি অবহেলায় পরেছে খসে ।
ক্লান্ত এসেছে জীবনে, স্মৃতি হয়ে আছে মনের সঙ্গোপনে।
ঐ শব্দটির মৃত্যু হয়ে গেছে, আসবেনা আর কোনদিনে,
অযথা ঐ শব্দটি বিনিময় করোনা!বাসনা জাগবেনা মনে।
মনটা আছে পড়ে বেদনা বিধুর হয়ে, ক্লান্ত মন চলে যায় পিছনে ফিরে।
তুমি এখন ব্যাস্ত হতে পারো,অন্য কারো প্রেমে,
ভেবো না! বাঁধা হয়ে আসবোনা কোন বসন্তে ,
জেনে রেখো ভালোবাসা একবারই আসে জীবনে।
কেমন করে প্রথম প্রেম হত্যা করা যায় শুনি!
জীবনের প্রথম প্রেম হাজার প্রেমের চেয়েও দামি!
ঐ অবুঝ মনের প্রেম কুড়েকুড়ে খায় প্রতি যামিনী।
আর বিশ্বাস আসেনা অন্য কারো সনে!
নতুন করে প্রেম জন্ম নিবে মনে!
তৃষ্ণান্ত চোখ ব্যাকুল থাকে, প্রথম জীবনের প্রেমে।
সেই প্রেম দিয়েছিল একটি চিঠি, হলুদ খামে!
মাঝে মাঝে চিঠিটা মনকে ব্যাকুল করে তোলে!
অভিমান না করে হাতে তুলে নিতাম যদি তখনে!
ভুলের খেসারত দিতে হতোনা এই মনটরে!
আর আসবেনা প্রেম, দু'চোখে জমে আছে মেঘ,
জীবনের সব ভালোবাসা উড়িয়ে দিয়েছি মেঘের জলে,
করি যদি অনুরোধ রাখবে কি? ভুলে যাও আমারে!
ব্যাতিথ জীবন ব্যাতিথ থাক তুমি অন্য কারো যাও হয়ে।