🌿🌿🌹বেলা শেষে🌹🌿🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
তুমি থাকবে না যখন
ভাবিনি কখন
কঠিন হবে এ জীবন।।
তুমি ছিলে যখন পাশে
বুঝিনি অভাব কিসে ,
আমি ছিলাম মেঘেরই মতোন।।
তুমি চলে গেলে অবেলায়
আমিও সেই থেকে নির্জন
ব্যাথিত জীবন তোমায়
করেছি সমার্পন।।
একবার যদি দাও দেখা
পূরণ করবো তোমার আশা
চলে গিয়ে রেখে গেলে
চোঁখেরই শ্রাবণ।।
আবার তুমি আসিও
আমাকেও সঙ্গী করো
বাসবো ভালো আগেরই মতোন।।
বুকের মধ্যে মেঘ জমেছে
বিরহ বুঝি নদীর বুকেও আছে
দিবা নিশি তোমায় করি
অন্তরে লালন।।
তুমি ঐ দুর আকাশে
পেতেছো সুখের আসন
পেয়েছো অন্য জীবন
করিও আমায় স্মরণ।।