🌼🌼বেঁচে থাকার মন্ত্র🌼 🌼
🌿বেগম সেলিনা খাতুন🌿
বেঁচে থাকার জন্য অনেক কিছু লাগেনা৷
লাগে শুধু এক মুঠো প্রশান্তির আলো,
বিসাদহীন একটি রাত,
হাসিমুখে চোখ দুটি বন্ধ করে সপ্ন দেখা।
চোখ দুটি যেন ব্যথিত বেদনায় না ভেঁজে অশ্রুজলে ;
ভোরের সূর্যোদয় ভরিয়ে রাখে মনের আকাশটাকে,
মন প্রাণ ভরিয়ে দেয় যেন বিশুদ্ধ বাতাসে ৷
বেঁচে থাকার জন্য অনেক কিছু লাগেনা!
হাসিমুখে এতটুকু কুশল বিনিময়;
সস্নেহে মুখ পানে তাকালে যেন কেটে যায় -
দুঃখ , গ্লানি ,জমাট বাধা মেঘ, বেদনার অশ্রু !
ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও ;
তবু ভালোবাসার মুখখানি ফিরিয়ে না নিও!
বেঁচে থাকার জন্য অনেক কিছু লাগেনা!
লাগে ছোট্ট একটা ভালোবাসার নীড়,
স্বার্থহীন মধুর আলাপন৷
ফুলে ফুলে ভরে ওঠা মনের কানন;
লাঘব হতো যত দুঃখ যাতনা,
ভরে উঠতো আবেগময় বুকখানা।