অনেক অভিমান নিয়ে তোমায় লিখছি--একাকিত্বের কথা।
আজ সারাদিন মনটা হয়ে রইলো আউলা ঝাউলা।
বোঝাতে পারিনা মনকে তুমি যে আমার কবিতার বর্ণমালা।
আমার ভালবাসাটা তুমি বুঝলেনা, শুধু রাগটাই দেখলে,
রাগের আড়ালে ছিল, ভালবাসার অধিকার,
রাগের আধারে আছে ভালবাসার পাহাড়।
অসম ভালবাসা অসম্ভব, তার পরিণতি নাই ,
বুঝি, কেন ভাল লাগে তোমায় নিয়ে ভাবতে, জানিনা,
আওলা ঝাওলা মনটারে প্রশ্ন করোনা, উত্তর দিতে পারবোনা।
আমাদের ভালবাসার মধ্যে অদ্ভূত ভাললাগা ছিল,
ছিলোনা লোভ, ছিলোনা লালসা, ছিল হৃদয়ের সামান্য উত্তাপ।
তোমার হৃদয়খানি একবার স্পর্শ করে দেখ, আছে স্বর্গিয় মহিমা।
তোমার মুখচ্ছবি বারবার ভেসে ওঠে হৃদয়ের অতল তলে,
তোমার ভালবাসা অতিক্রম করা হবেনা আমার জীবনে,
আমাদের চুপটি করে বসে, জীবনের না বলা কথাগুলো নিও খুঁজে।
আজ আমাদের ভালবাসা দাঁড়িয়েছে সম্পূর্ণ সম্পর্কহীন।
হয়তো আর তুমি শুনবে না নিঃশব্দে বর্ণিল।
হয়তো গড়বোনা তাজমহল, গড়বোনা ভালবাসার জীবন।