আষাঢ়ের প্রথম প্রহর
বেগম সেলিনা খাতুন
১৫/০৬/২৩

আষাঢ়ের বাদলে,সাগর নদী ভরপুর,
ভরেছে জলে গাঁয়ের সান বাঁধানো পুকুর ।

ঢল ঢল বর্ষা নামে অঝোর ধারায়
রহস্যময় জগৎ চেয়ে থাকে বৃষ্টির মূর্ছনায়।

গাছপালা লতাগুল্ম, মেঘের গুরু গুরু শব্দে
নতুন প্রানের সঞ্চার করে,নতুন পল্লবে সাজতে।

সকাল দুপুর সাজবেলা,কালো মেঘে অন্ধকার
আষাঢ় এসেছে জানিয়ে দেয় মেঘ মেদুর বারবার।

আষাঢ়কে সু-সজ্জিত করে শাপলা কদম কেয়া
নতুন বার্তা নিয়ে নব রুপে নব সাজে অপরাজিতা।

সাগর নদীর একুল ওকুল দুকুলে ফিরে আসে যৌবন
গরু গরু গর্জনে মেঘের খেলা চলে নিশুতি নির্জন।

বুকের ভিতর আলো অন্ধকার করে আলোড়ণ
আষাঢ়ের ভিন্ন এক অনুভূতিতে জাগায় মনে শিহরণ।

খুব ইচ্ছে করে হারিয়ে যাই মেঘ মালাদের ভীরে
আজলা ভরে বৃষ্টির জল পান করি প্রাণ ভরে।

প্রশান্তিতে ভরে যায় মন কানায় কানায়
মাঠ ঘাঠ থৈ থৈ আষাঢ়ের বন্যায়।