🌿🌿🌹আষাঢ়🌹🌿🌿
🥀🥀বেগম সেলিনা খাতুন 🥀🥀
আষাঢ়ের গগণ কালো মেঘে ভরপুর,
ঝরে বর্ষণ ,যখন তখন,মানেনা সকাল কিংমা দুপুর,
বিদুৎতের ঝলকানি করে গুড়ুম গুড়ুম ধ্বনি,
টিনের চালে টাপুর টুপুর বৃষ্টির গান শুনি।
ঝুমঝুম বৃষ্টির কবলে পড়ে,গাছেরা আনন্দে স্নান করে,
পশু পাখিরা আড়ালের খুঁজে দেয় ছুট,
আজলা ভরে বৃষ্টির পানি পান করে শিশু যুবা বৃদ্ধ পায় সুখ।
রিকসার হুট খানা তুলে, যায় যাত্রীরা দলে দলে,
রিকসার চালক ভাই,মনের আনন্দে গায়,
যা যা বৃষ্টি, করিসনি অনাসৃষ্টি,
যদি হয় জ্বর কাশি সর্দি,ভয় হয় করোনা হয়েছে নাকি।
সূয্যি মামা ঘুমিয়ে থাকে,আষাঢ়ের মেঘের কবলে পড়ে,
কখন হয় সকাল,কখন হয় দুপুর যায় সে যে ভুলে ।
আষাঢ়ের বর্ষণে নির্জন চারদিক,
থই থই পথ ঘাট, ভরপুর জলাশয়,
বৃষ্টি দোল খায় গাছের পাতায় পাতায়।
নূপুরের সুরে বাঁশরী বাজায়,
পুকুর,ডোবার পাড়ায় পাড়ায়,
আষাঢ়ের নদী ভরপুর বরষায়।
উৎসব উৎসব উৎসব
বৃষ্টি নেমেছে আজ মহল্লায় মহল্লায়,
দল বেঁধে ছেলে মেয়ে গায় বৃষ্টির গান,
চারিদিকে আজ শুধু জোয়ারের বান।
জানালার গ্রিল ধরে তাকাই যখন বৃষ্টির পানে,
বাগানের ফুলেরা নেশায় মাতাল বৃষ্টির জলে স্নান করে।
হৃদয়ের কপাট খুলে যায় বৃষ্টির গান শুনে।
থাকি চেয়ে সূয্যি অপেক্ষায়,
ভাবি মনে মনে বৃষ্টি যদি শেষ না হয়,
কেমন করে রংধনু তার রঙ ছড়াবে ভাবি বসে নিরালায়।।