🔐আজ মন ভালো নেই 🔐
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
29/05/2020
কষ্ট দিয়েছো আমার সহজ সরল মনটারে,
বিশ্বাসের উপর করলে তুমি আঘাতরে,
আজ মন ভালো নেই, নেই, নেইরে।
কতনা বলেছি তোমায়, ভালো বাসা পবিত্র হয়,
অশুভ নজর দিলে, ভালোবাসা থাকে নারে,
আজ মন ভালো নেই, নেই, নেইরে।
একি আমার অপরাধ!
আমার ভালবাসায় ছিলনা কোন খাদ,
বুঝতে পারলেনা আমারে,
দগ্ধ করে দিলে মনটারে।
আজ মন ভালো নেই, নেই, নেইরে।
যে বিষাদ দিয়েছো বুকে,
আজ সারাদিন ঝড়বে তুষার হয়ে,
ভেবে ছিলাম ভালোবাসবো তোমায়,
আমার পৃথিবী যতদিন থাকবে এই ধরায়,
হলো না...............।
আজ মন ভালো নেই, নেই, নেইরে।
মোবাইলের ম্যাসেঞ্জারে,
চোখ রাখতাম অপলক দৃষ্টিতে,
ভালবাসতাম, হৃদয় খানি শুন্য করে।
অপেক্ষার প্রহর শেষ করতাম,একটু একটু করে।
আজ মন ভালো নেই, নেই, নেইরে।
তোমার শুন্য পথের দিকে তাকিয়ে,
শত শত বছর ,অশ্রু ঝড়াতাম,
ফুলের কলি হাতে নিয়ে ফুল ফুটাতাম,
হলো না..........।
আজ মন ভালো নেই, নেই, নেইরে।
অপেক্ষায় ছিলাম আমি,
মধ্য গগনে উড়বে যখন তুমি,
সবুজের গালিচায়, বরণ করবো তোমায়,
পরবো আমি নীল শাড়ি,রিণি ঝিনি বাজবে রেশমি চুড়ি। হলো না ...........।
আজ মন ভালো নেই, নেই, নেইরে।
শুধু হাহাকারে ভরে দিলে মনটারে,
আজ মন দীর্ঘশ্বাস ফেলে, চলে গেলো নির্বাসনে,
ক্ষমা করে দিও, যদি ভালো বেসে থাকো,
এক বিন্দু মোরে।
আজ মন ভালো নেই, নেই, নেইরে।