🍀🍀🥀আরাধনা🥀🍀🍀
🍁🍁বেগম সেলিনা খাতুন🍁🍁
কোথায় তুমি হারিয়ে গেলে,
বলে গেলে না।
তোমার দেখা পাবো বলে
করি আরাধনা।
চোখ ফেরাতে হয়না কঠিন
মন ফিরানো দায়
চোখের জলে বুক ভেসে যায়
মনের বলি হয়।।
ভুল করেছি ফুল ভেবেছি
দুঃখ হয় মনে
তোমার মন ফুল তো নয়
কঠিন পরশ পাথরের।। ঐ
তোমায় নিয়ে লিখি গান
কবিতার ছলে
সুর করিতে বুক ভেসে যায়
দুই নয়নের জলে।।
লিখবো চিঠি একখানা
উত্তর দেওয়া নেইমানা
এমন উত্তর দিবা তুমি
লজ্জা পাবে অন্তর্যামী।।
তোমার চিঠি যত্নে রাখবো
হৃদ মাঝারের সেলে
স্বপ্নে আমি পড়ে নিবো
দীর্ঘ রাত জেগে।।
বৃষ্টির জলে ভিজে ভিজে
তোমায় খুঁজি বনে,
বনের পাখি পথ দেখায়
দুঃখ ভরা মনে।।
তুমি আমায় ভুলে গেছো
এ জীবনের তরে
পর জনমে হইলে দেখা
রেখো আমায় নিবিড় গহনে।।
মনের ঘরে ঘূর্ণি ঝড়,
বইছে ক্ষণে ক্ষণে
খুঁজবো আমি বৃক্ষের ছায়া
সবুজ উদ্দ্যানে।।