🥀🥀অপেক্ষার বিবর্ণ রুপ🥀🥀
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹
শনিবার বেলা ৩টা ০৮/০৫/২০২১
অনেক প্রতিক্ষায় থেকে থেকে ,
দেখা হলো একটি বছর পরে,
প্রথম দেখায় আড়ষ্টতা ছিল মনে,
হৃদয়ের ব্যাকুলতা ছিল সঙ্গোপনে।
মনের যত কথা ছিলো ,
চেয়ে ছিলাম বলতে,
বিছিয়ে রেখেছিলাম হৃদয়ের উষ্ণতা,
দেয়নি সময়, দেখিয়ে গেলো ব্যস্ততা।
অপরিচিত লোকের মতোন,
করেছে আচরণ,
তার মধ্যে ছিল না ভালোবাসা,
ছিল অভিনয় সারাক্ষণ।
দীর্ঘ সময় অপেক্ষার পরে,
হলো যখন প্রথম দেখা,
মিলনের সন্ধিক্ষণে,
প্রকাশ পেলো তার অবহেলার কথা।
আমার মন বড়ই অভাগা,
যা চায় পায়না তা,
ক্ষণে ক্ষণে বদলায়, মনের ভাবনাটা।
হৃদয়ে ছিল প্লাবন,
আষাঢ় শ্রাবণের মতন,
থমকে দিলো সে, নিষ্ঠুরের মতন।
চিনতে হয়েছে ভুল,
দিতে হলো ভুলের মাসুল,
হৃদয়ে উঠেছে ঝড়, বইছে করুণ সুর।
তাহার চেহারায় সাদা রং,
মনের রং ছিল কালো,
মুখে বলে এক ,
মনের ভাবনা ছিল এলোমেলো ।
দুরত্ব অনেক বেড়ে গেলো,
আর কোন যানবাহনেই,
দুরত্ব অতি ক্রম করতে পারবে না,
ছেয়ে গেছে অন্ধকার, ঢেকে গেছে আলো।
হায়রে মানুষ,বুঝলোনা মোরে,
হৃদয়ে করুণ সুর কেন যে বাজে,
বুঝতে অনেক দেরি হয়ে গেলো,
ভালোবাসার সূর্যটার আলো নিভে দিলো।
প্রিয়জন ভেবে, সৃতি ধরে রাখতে,
কিনেছিলাম উপহার,
করিলো না গ্রহণ,
অপমানের বিষাদ সইতে না পেরে,
ঝড়িয়েছি নয়নের বর্ষণ।
হয়তো সে অনেক অর্থওয়ালা,
টাকার গরমে মন তার আলা ভোলা,
বুঝতে পারলোনা, উপহারের গভীরতা,
এতে ছিল ভালোবাসার মোহর,
আর পাবেনা,যতই করুক আরাধনা,
এককোটি একশো বছর।